No Internet Connection !

বরিশাল জেলা পরিচিতি

প্রশ্ন: বরিশাল জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৭৯৭ সালে।
প্রশ্ন: বরিশাল জেলার সীমানা কি? উ: বরিশাল জেলার সীমানা:

✅ উত্তরে: মাদারীপুর ও শরীয়তপুর

✅ দক্ষিণে: ঝালকাঠি ও পটুয়াখালী

✅ পূর্বে: লক্ষ্মীপুর, ভোলা ও মেঘনা নদী

✅ পশ্চিমে: পিরোজপুর ও গোপালগঞ্জ জেলা


প্রশ্ন: বরিশাল জেলার আয়তন কত? উ: ২,৭৮৪.৫২ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: বরিশাল জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: প্রদীপ্ত বরিশাল।
প্রশ্ন: বরিশাল জেলার গ্রাম কতটি? উ: ১১১৬ টি।
প্রশ্ন: বরিশাল জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৮৮ টি।
প্রশ্ন: বরিশাল জেলার উপজেলা কতটি ও কি কি? উ: ১০ টি। বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মেহেদিগঞ্জ, মুলাদী, উজিরপুর, হিজলা, আগৈলঝড়া, গৌরনদী ও বানারীপাড়া।
প্রশ্ন: বরিশাল জেলার পৌরসভা কতটি? উ: ৬ টি। মেহেদিগঞ্জ, বাকেরগঞ্জ, মুলাদী, বানারীপাড়া, গোরনদী।
প্রশ্ন: বরিশাল জেলার নদ-নদী কি কি? উ: তেঁতুলিয়া, বিশখালী, কালাবদর, মেঘনা, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, লোহালিয়া, রামগঞ্জ, গজালিয়া নদী ইত্যাদি।
প্রশ্ন: বরিশাল জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: জুট মিল, টেক্সটাইল মিল, ঔষধ শিল্প, তাঁত শিল্প, কুটির শিল্প প্রভৃতি।
প্রশ্ন: বরিশাল জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: কীর্তনখোলা গিযেন (চানমারী), শংকর মঠ (নতুন বাজার) জমিদার বাড়ি (মাধপ পাশা), সংগ্রাম কেল্লা, শরিফলের দুর্গ, জোড় মসজিদ (ভাঁটিখানা), শের-এ-বাংলা জাদুঘর (চাখার), অক্সফোর্ড মিশন (বগুড়া রোড), দুর্গাসাগর (মাধপ পাশা), লন্টা বাবুর দিঘী (লাকুটিয়া)।
প্রশ্ন: বরিশাল জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর (মুক্তিযোদ্ধা), মেজর আবদুল জলিল (মুক্তিযোদ্ধা), রুদ্রমুহম্মদ শহীদুল্লাহ (সাহিত্যিক), শেরে বাংলা এ, কে ফজলুল হক (রাজনীতিবিদ), আলতাফ মাহমুদ (সুরকার), জীবনানন্দ দাশ (রূপসী বাংলার কবি), আরজ আলী মাতুব্বর (দার্শনিক), শশীভূষণ দাস গুপ্ত (কবি), আবদুল জব্বার খান (কণ্ঠশিল্পী), আবদুল গাফফার চৌধুরী (সাহিত্যিক ও সাংবাদিক) আবু জাফর ওয়ায়দুল্লাহ (সাহত্যিক ও কবি), আসাদ চৌধুরী (কবি), সুফিয়া কামাল (কবি), মনসা মঙ্গলের কবি বিজয় গুপ্ত, চারণ কবি মুকুন্দ দাস (কবি), আবদুর রহমান বিশ্বাস (রাজনীতিবিদ ও সাবেক প্রেসিডেন্ট), আব্দুর রব সেরনিয়াবাত (রাজনীতিবিদ), অমৃত লাল দে (সাহিত্যিক), মিঠুন চক্রবর্তী (অভিনেতা), রাশেদ খান মেনন (রাজনীতিবিদ)।
তথ্যসূত্র: barisal.gov.bd
top
Back
Home
Gsearch